খবর:(গাংনীতে আ.লীগের দু পক্ষের বিরোধে সরকারি খাদ্যগুদামে গম কেনায় বাধা)
সবাই লিডার সমান সমান
কেউ ক্ষমতায় কম নেই,
মারামারির বহর ভীষণ
গুদামে তাই গম নেই।
একটা লিডার দুটো লিডার
কারোর নায়ে পাল নেই,
একেক জনা একেক রকম
কারো কারো মাল নেই।
সব নেতা চান বড় চেয়ার
টাকার মোহে বল নেই,
এমন যেন না হয় বাবা
নেতা আছে দল নেই!
-আহাদ আলী মোল্লা