ঝিনাইদহ অফিস: হাইওয়ে সড়কে শ্যালোইঞ্জিনচালিত পরিবহন নসিমন, করিমন, আলমসাধু চলাচলের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নসিমন-করিমন মালিক চালকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ শহরে ও শৈলকুপার শেখপাড়া বাজারে নসিমন, করিমন মালিক-চালক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ও শৈলকুপার শেখপাড়া বাজারে নসিমন, করিমন, আলমসাধু মালিক-চালক ঐক্য পরিষদের আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার নসিমন, করিমন, আলমসাধুর মালিক ও চালকরা অংশ নেন। এ সময় শেখপাড়া বাজারে শৈলকুপা মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ঝিনাইদহ শহরে ঐক্য পরিষদের জেলা সভাপতি মনির হোসেনসহ নসিমন, করিমন, আলমসাধুর মালিক-চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, নসিমন, করিমন, আলমসাধু চালিয়ে এলাকার শ শ গরিব দুঃখী মানুষ জীবিকা নির্বাহ করছে। সম্প্রতি হাইকোর্ট মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে এ পরিবহনের সাথে জড়িতরা প্রায় বেকার অবস্থায় দিন যাপন করছে। অবিলম্বে মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু চলাচলের ওপর হাইকোর্টে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানান।