ঝালকাঠিতে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার: ঝালকাঠি সদরে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার এ দুর্ঘটনায় নিহত সোহাগ হোসেন (২৭) সিলেটে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। আহত সগির হোসেনকে (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। ঝালকাঠি সদর থানার ওসি শীলমনি চাকমা বলেন, বরিশাল-খুলনা মহাসড় দিয়ে মোটরসাইকেলে করে এ দু সহোদর যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ঝালকাঠি সদরের বৈদারাপুর এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন ওসি শীলমনি চাকমা।

Leave a comment