গাঁজাসেবীদের ৪২০ উদযাপন

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের কলারাডো রাজ্যের ডেনভার শহরে গাঁজা সেবনকারীদের সবচেয়ে বড় উত্সব ৪/২০ বা ৪২০ উদ্যাপন চলছে। এ উত্সব উপলক্ষে গতকাল শনিবার থেকেই ডেনভারের সিভিক সেন্টারে জড়ো হয়েছে ৮০ হাজারেরও বেশি গাঁজাসেবী। বেশ কয়েক বছর আগে থেকেই গাঁজাসেবীদের মধ্যে ৪২০ সংখ্যাটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি মারিজুয়ানা সেবনকারীদের কোড সংখ্যায় পরিণত হয়েছে। বিগত কয়েক বছর ধরেই এ সংখ্যাটিকে উদ্যাপন করে আসছে গাঁজাসেবীরা। এ বছর সংখ্যাটি উদ্যাপনের মোক্ষম দিন হিসেবে তারা বেছে নিয়েছে এপ্রিলের ২০ তারিখকে। মার্কিনিরা তারিখ লেখার সময় মাস আগে লেখে ও তারিখ পরে লেখে। সে হিসেবে এপ্রিলের ২০ তারিখের লিখিত রূপ হলো ৪/২০। আর এটি থেকে বিভক্তি চিহ্ন (/) সরিয়ে দিলে দাঁড়ায় ৪২০। সম্প্রতি কলারাডোয় বিনোদনমূলক মারিজুয়ানা বিক্রির বিষয়টি অঙ্গরাজ্য সরকারের অনুমোদন পেয়েছে। আর এ কারণেই এ বছরের উদ্যাপন স্থল হিসেবে কলারাডোর ডেনভার শহরকে বেছে নেয়া হয়েছে।