দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এক ঘণ্টা ধরে ছিনতাইকারীদের তাণ্ডব
কার্পাসডাঙ্গা প্রতিনিধি/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে ছিনতাইকারীরা। মুখোশধারী সন্ত্রাসীরা রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকিয়ে রেখে ছিনতাই করে এবং যানবাহনের যাত্রীদের বেধড়ক মারধর করে। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। গতরাত ৯টার দিকে কার্পাসডাঙ্গা খ্রিস্টান গোরস্তানের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মন্সিপুর থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ফিরছিলো চুয়াডাঙ্গার উদ্দেশে। রাত ৯টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলটি কার্পাসাডাঙ্গা খ্রিস্টান গোস্তানের সামনে পৌঁছুলে ১০-১২ জনের একদল ছিনতাইকারী রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় মাইক্রোবাসে থাকা চণ্ডিপুর গ্রামের নজরুলের ছেলে স্বপনের কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এ ছাড়া মাইক্রোবাস চালক কোমরপুর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে আমজাদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা, সোনার আংটি ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় তারা। পরে পাবনার কাপড় ব্যবসায়ী জুনারুলের কাছ থেকে ৬ হাজার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর প্যাশন মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল চালক দামুড়হুদার মৃত নুরুলের ছেলে সাইফুলের কাছ থেকে ৫ হাজার টাকা ও আরোহী দামুড়হুদা মাদরাসাপাড়ার হানিফ বিশ্বাসের ছেলে হাসানের কাছ থেকে ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর তাদেরকে বেদম মারধর করে তাদের প্যাশন মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। দীর্ঘ এক ঘণ্টা ধরে ছিনতাইকারীরা এ তাণ্ডব চালায় বলে অভিযোগকারীরা জানান।