টানা দ্বিতীয় জয় ব্যাঙ্গালোর

 

মাথাভাঙ্গা মনিটর: টানা দ্বিতীয় জয় তুলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল শনিবার মুম্বাই ইন্ডিয়ানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স। অপরদিকে টানা দ্বিতীয় হার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের। জয়ের জন্য ১১৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামে ব্যাঙ্গালোর। শুরুতেই মুম্বাই বোলারদের তোপের মুখে পড়ে চ্যালেঞ্জার্স। স্বোর বোর্ডে ১৭ রান জমা হতেই তিন উইকেট হারাতে হয়। এরপর তৃতীয় উইকেটে পার্থিব প্যাটেল ও এবি ডিভিলিয়ার্স জুটি বাধেঁন। এ দুজন দলকে বিপদমুক্ত করার পর শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৯৯ রান সংগ্রহ করেন এবং দলকে সহজ জয় এনে দেয়। পার্থিব ৪৫ বলে ৭ চারে ৫৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ডিভিলিয়ার্স তিন চার ও এক ছক্কার সাহায্যে ৪৫ রানের হার না মানা ইনিংস খেলেন। মুম্বাইয়ের পক্ষে জহির খান ২১ রান দিয়ে ২ উইকেট নেন। টস হেরে আগে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান। এর আগে দ্বিতীয় ম্যাচেও হতাশ করেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যানরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তারা নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১১৫ রান করতে সক্ষম হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্যাঙ্গালোর। শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বোলারদের তোপের মুখে পড়ে মুম্বাই। বিশেষ করে জাজবেন্দ্র কাহালের নিপুণ বোলিংয়ে রানের গতি একেবারেই থমকে যায় মুম্বাইয়ের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৫ রানেই ইনিংস শেষ করে তারা। মুম্বাইয়ের পক্ষে আম্বাতি রাইডু ৩৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। এছাড়াও কোরি অ্যান্ডারসন ১৮, আদিত্য তারে ১৭ ও মাইক হাসি ১৬ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স পক্ষে দুটি করে শিকার করেন জাজবেন্দ্র, মিচেল স্টার্ক ও বরুণ অ্যারন।

Leave a comment