গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগ পরীক্ষা স্থগিত : কর্তৃপক্ষের হদিস মিলছে না

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম-প্রহরী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের নিমিত্তে গতকাল শনিবার সকাল দশটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষার (সাক্ষাতকার) ধার্য দিন ছিলো। সকালে পরীক্ষার্থী ও পরীক্ষা কমিটির সদস্যরা নোটিশ দেখে ফিরে গেলেও কে নোটিশ প্রদান করেছেন তার হদিস মিলছে না।

নির্ধারিত বিদ্যালয়গুলোর পরিচালনা পর্যদের সভাপতি প্রধান শিক্ষকসহ চাকরি প্রার্থীরা সকাল থেকেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে ভিড় করেন। কিন্তু সকাল দশটা পর্যন্ত শিক্ষা অফিসের কাউকে না পেয়ে তারা হতাশ হন। পরে দেখতে পান শিক্ষা অফিস ভবনের নিচতলায় স্টোর রুমের দরজায় একটি জরুরি নোটিশ টানানো। অনিবার্য কারণবশত আজকের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ, দিন ও সময় জানানো হবে বলে উল্লেখ রয়েছে নোটিশটিতে।

এ ব্যাপারে জানতে চাইলে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, তিনি কয়েকদিন আগে থেকেই ময়মনসিংহ অবস্থান করছেন। বিষয়টি তার জানা নেই। তবে নিয়োগ অনুমোদনকারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন বলে জানান তিনি।

যোগাযোগ করা করা হলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম জানান, ওই ২৬টি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্যাদের সভাপতি, প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষা অফিসার মৌখিক পরীক্ষা (সাক্ষাতকার) গ্রহণ করবেন। তারা পরীক্ষা যে ফলাফল দেবেন তা যাচাই-বাছাই করে নিয়োগ অনুমোন করা হবে। তবে কে বার কারা নোটিশ টানিয়েছেন সে তিনি কিছুই জানেন না।

এদিকে নোটিশ টানানো নিয়ে নিয়োগ প্রত্যাশী ও পরীক্ষা গ্রহণকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। কর্তৃপক্ষকে তার হদিস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 

Leave a comment