গণজাগরণের পর বোয়ান থেকে বাদ পড়লেন ইমরান

 

স্টাফ রিপোর্টার: ইমরান এইচ সরকারকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংবাদসম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন বোয়ানের সদস্য ব্লগার অনিমেষ রহমান, চার্বাক, বাঙ্গাল, কানিজ আকলিমা সুলতানা ও সুপ্রীতি ধর। গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে ইমরানকে অব্যাহতি দিয়ে মঞ্চের এক পক্ষের সংবাদসম্মেলনের কয়েক দিনের মধ্যে ব্লগাররা সংবাদ সম্মেলনে এলেন। এদিকে বোয়ান ব্যানারে এ সংবাদ সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইমরান। বোয়ানের ফেসবুক পাতায় অনিমেষদের এ সংবাদ সম্মেলনকে নতুন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন ইমরান এইচ সরকার। গত বছরের ৫ এপ্রিল গণজাগরণ আন্দোলন শুরুর পর বোয়ানের আহ্বায়ক হিসেবে মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসেন ইমরান। এ মাসের শুরুতে সংবাদ সম্মেলন করে ৫টি ছাত্রসংগঠন ইমরানকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র থেকে অব্যাহতির ঘোষণা দেয়।