আলমডাঙ্গার পারকুলা গ্রামের এতিম যুবক জসিম এখন শেকলবন্দি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পারকুলা গ্রামের দিনদরিদ্র অসুস্থ এতিম যুবক জসিম এখন শেকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়েছে। চিকিৎসার অভাবে সে দ্রুত মানসিক রোগীতে পরিণত হতে চলেছে।

জানা গেছে, আলমডাঙ্গার পারকুলা গ্রামের পিতা-মাতাহীন যুবক জসিম উদ্দীন (৩০)। জসিমের বয়স যখন ১২/১৩ বছর, তখন তার মা আকস্মিকভাবে মারা যান। মা মারা যাওয়ার বছর ৫ পেরুতে না পেরুতে পিতা আলাউদ্দীনেরও মৃত্যু হয়। ৪ ভাই ও ২ বোনের দরিদ্র পরিবার জসিমদের। ভাইদের মধ্যে জসিম ২য়। ছোট বেলা থেকেই জসিম মৃগীরোগে আক্রান্ত। অন্যান্য ভাই অন্যের জমিতে কামলা খেঁটে যা পায় তাতে পরিবারের সকলের দিনে দু বার ভাত জোটে না। তারপরও জসিমের ভাই তার চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু সে সুস্থ্য হয়নি। জসিম দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত থাকার ফলে সে মানসিক রোগীতেও পরিণত হচ্ছে। ইতঃপূর্বে সে কয়েকবার বাড়ি থেকে হারিয়েও গিয়েছিলো। অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিছুটা মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে এখন গ্রামের অনেকেই তাকে নিয়ে তামাশা করে। তাদের তামাশায় রেগে গিয়ে জসিম গণ্ডগোল বাধিয়ে বসে। প্রায় ১৫ দিন আগে এ ধরনের বিতণ্ডার এক পর্যায়ে গ্রামের এক যুবক তাকে নির্মমভাবে পিটিয়েছে। জসিমের ভাই গরিব। সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত প্রায় ১৩/১৪ দিন ধরে শেকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে জসিমকে।

Leave a comment