লংমার্চে বাধা দিলে জনগণ উপযুক্ত জবাব দেবে : রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তিস্তা নদী অভিমুখে আগামী ২২ এপ্রিলের লংমাচ কর্মসূচিতে যদি সরকার কোনো বাধা দেয় তাহলে জনগণ তার উপযুক্ত জবাব দিবে। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি সরকারের প্রতি বিরোধী দল এবং দেশের নাগরিকদের গুম ও হত্যা থেকে সরে আসার আহ্বান জানান। রিজভী বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের পেছনে সরকারের যারা জড়িত ছিলো তারাই বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের গুম ও উদ্ধার নাটকের পেছনে জড়িত বলে আমরা মনে করি। রিজভী আরো বলেন, বাংলাদেশ এখন লেন্দুপ দর্জির কবলে। দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী তা জনগণ জানতে চায়। জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এ সরকারের হাতে নিরাপদ নয় বলেও মনে করে।