যশোরে মেলারমাঠে যুবককে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার: বোশেখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঠেলাঠেলির এক পর্যায়ে যশোরে ইসলাম (১৮) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।  গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম শহরের সিটি কলেজপাড়ার আফজালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের সিটি কলেজমাঠে পয়লা বোশেখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে শিল্পীদের গান পরিবশেনকালে ঠেলাঠেলির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment