বর্ষা পর্যন্ত সওজ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

 

স্টাফ রিপোর্টার: জনস্বার্থে আগামী বর্ষা এবং ও ঈদ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার বেলা ১১টায় সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু ক্ষেত্রে ছুটি মঞ্জুর হতে পারে। উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কাজ ফাঁকি দিয়ে কৃতিত্ব নেয়া যাবে না। প্রত্যেক পদের ইঞ্জিনিয়ারদের মাঠে থাকতে হবে। যারা ফাঁবি দেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আপনারা ধ্বংসস্তুপে দাঁড়িয়ে নতুন কিছু সৃষ্টির পরিকল্পনা করেন। অতএব আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সব রাস্তাকে কংক্রিটের রাস্তায় পরিণত করা হবে। কারণ অতিরিক্ত চাপের কারণে বিটুমিন দিয়ে তৈরি রাস্তা টিকে না। খুব তাড়াতাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত কংক্রিটের রাস্তায় পরিণহ করা হবে।