জীবননগর ব্যুরো: জীবননগর শহরের দৌলৎগঞ্জ বুড়োর মাঠে গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সপ্তাব্যাপি গঞ্জের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রবীণ শিক্ষক মুন্সি আব্দুস সাত্তার ও মীর মাহতাব আলী যৌথভাবে এ মেলার আনুষ্ঠিতভাবে উদ্বোধন করেন। বর্ণিল ঘুড়ি উড়িয়ে তারা এ মেলার উদ্বোধনকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ রাজনৈতিক দলের নেতৃবর্গ ও মেলার আয়োজক কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গত বৃহস্পিতবার বিকেলে শহরে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়।
গঞ্জের মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শামীম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মিজানুর রহমান, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আব্দুস সামাদ, শিক্ষক নজরুল ইসলাম, কাজী সাইফুজ্জামান বাবলা, সাবেক ফুটবলার মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, শহীদুল ইসলাম মেম্বার ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক আ. সালাম ইশা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন প্রমুখ।