দামুড়হুদার কাদিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে মহিলাসহ আহত ৩

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কাদিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ করতে আসলে সাংবাদিক পরিচয় দিয়ে শামিম ও লালন নামের দু খপ্পর পত্রিকায় নিউজ করে দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছে ৩শ টাকা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাদিপুর পুলপাড়ায় চাল বিক্রির পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরের গোলাম মণ্ডলের ছেলে মনিরদ্দিন গ্রামে গ্রামে ফেরি করে চাল করেন। ওই চাল বিক্রেতার কাছে কাদিপুরের অনেকেই ধারে চাল নেয়। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাল বিক্রেতা মনিরদ্দিন কাদিপুর আসেন এবং পুলপাড়ার মৃত সোহরাবের ছেলে বাবুর কাছে পাওনা টাকা চান। বাবু টাকা দিতে পারবো না বলে জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ওই চালব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে। ওই সময় একই পাড়ার হানেফের স্ত্রী সোনাহার বাঁধা দিতে গেলে বাবু তাকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে এবং মুখে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। পরবর্তীতে সোনাহারের স্বামী মাঠ থেকে বাড়ি এসে ঘটনাটি বাবুকে জিজ্ঞাসা করতে গেলে বাবু তাকেও কিলঘুষি মারে এবং ঘর থেকে বড় চিপদা বের করে চড়াও হয়। বাবুর কাছে বড় ছিপদা ও একটি বড় ছোরা আছে বলে জানা গেছে। আহত সোনাহার বলেন, দুপুর ২টার দিকে থানায় অভিযোগ করতে আসি এ সময় শামীম ও লালন নামের দুজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার ছবি তোলে এবং বলে পত্রিকায় নিউজ করতে হবে ৩শ টাকা লাগবে। তিনি বলেন, সাংবাদিক নামধারী ওই দুজনকে আমি চিনিনে তবে থানার পুলিশরা চিনলে চিনতে পারে।