ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিক নিহত : বিচারকদের বাসভবনে হামলা

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আক্কাস আলী নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা সংরক্ষিত জুডিসিয়াল কোয়ার্টারে হামলা করে। সেখানে যুগ্ম জেলা দায়রা জজ তৌহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ারসহ বিচাররকরা থাকেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ব্যাপারিপাড়ায় বিচারকদের কলোনির মধ্যে গাছে সজনে পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন আক্কাস। তার বাড়ি সদর উপজেলার কোরাপাড়ায়। এ ঘটনায় শ শ বিক্ষুব্ধ জনতা বিচারক কলোনিতে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ক্ষুব্ধ জনতার হামলায় সদর থানার এসআই সালাউদ্দিন, কনস্টেবল সজিবসহ ৩ পুলিশ আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এ হামলার ঘটনা ঘটে। জনতা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে।

Leave a comment