জামিনে মুক্তি পেলেন গাংনীর সাবেক এমপি আমজাদ হোসেন

 

মেহেরপুর অফিস: প্রায় দু মাস হাজতবাসের পর জামিনে মুক্তি পেলেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। আওয়ামী লীগ নেতা নুরুল আমিন হত্যা মামলায় উচ্চাদালত থেকে জামিনের পর গতকাল শুক্রবার বেলা ১০টায় মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

জেলা কারাগারের সামনে আমজাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, অ্যাড. কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুর রউফ, গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সহসভাপতি ইকরামুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক সুজন কবির ও গাংনী পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি সাম্পাদক ইয়ামিন হোসেন বাবলু। এ সময় যুবদলের পক্ষ থেকে আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানানো হয়। হরতাল-অবরোধের সময় পুলিশের দায়ের করা তিনটি মামলার আসামি হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আমজাদ হোসেনসহ ১৭ নেতাকর্মী। এক মাস হাজতবাসের পর জামিনে গত ২৪ মার্চ হাজত মুক্ত হলে জেলগেট থেকে ডিবি পুলিশ আমজাদ হোসেনকে আটক করে। ওই দিনই গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল আমিন হত্যামামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করে গাংনী থানা পুলিশ।

Leave a comment