দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামেন নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কুতুবপুরে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ৫ লাখ টাকা ও ফেনসিডিল। আটক করা হয়েছে এক মহিলাকে। স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মফিজ মণ্ডলের ছেলে রমজান মালের বাড়ি থেকে সোনা চালানের প্রস্তুতি চলছে। এ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান ও থানা পুলিশকে সাথে নিয়ে বিজিবি অভিযান চালায় রমজান মালের বাড়িতে। বাড়ির চতুর্দিকে বিজিবি-পুলিশ ঘিরে রেখে শুরু হয় তল্লাশি অভিযান। টানা ৪ ঘণ্টা অভিযানকালে যেমন উদ্ধার হয়নি সোনা তেমনি আটক করতে পারেনি রমজানকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, রমজান টের পেয়ে কৌশলে পালিয়েছে। তবে রমজানের ঘর থেকে উদ্ধার করা হয়েছে, নগদ ৫ লাখ টাকা ও ৯৬ বোতল ফেনসিডিল। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে রমজানের স্ত্রী জাহানারা বেগমকে (৩৪)। এ ঘটনায় মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আলাউদ্দিন বাদী হয়ে দামুড়হুদা থানায় রমজান ও জাহানারার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্বে দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন। এদিকে আটককৃত জাহানার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকৃত টাকা পেঁয়াজ বিক্রির।