চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

সমিতির সভাপতি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উন্নয়নে কমিটির পাশাপাশি আজীবন সদস্যদেরও দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেস্টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি সামনের দিকে এগিয়ে যাবে এবং আরো উন্নতি করবে এ বিশ্বাস আমার রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সমিতির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্তুজা, হুমায়ুন কবীর মালিক, ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. শামসুজ্জোহা, কোহিনুর বেগম ও অ্যাড. রফিকুল ইসলামসহ আজীবন সদস্যরা। সভায় বক্তব্য রাখেন- আজীবন সদস্য আজাদ মালিতা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক।

সভার শুরুতে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য প্রয়াত সভাপতি অধ্যাপিকা বসিরা মান্নান, সিনিয়র সহসভাপতি ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল, শামসুল ইসলাম, আবুল হোসেন, শহিদুল্লাহ ওল্টু, বিশারত আলী জোয়ার্দ্দার, শামসুল আলম, আবু ছালেহ জোয়ার্দ্দার, নুরুল ইসলাম জোয়ার্দ্দার, মিসেস ফরিদা খান, এসআর মালিক, আব্দুল হক ভুলু, ওলিউর রহমান জোয়ার্দ্দার, ইলিয়াস হোসেন, মনিরুল হক শাহ, আব্দুল হামিদ ও ডা. ওয়াহিদ আশরাফ দেলোয়ারসহ ১৭ জনের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মজিদ।

এরপর ডায়াবেটিক সমিতির সেক্রেটারি ফজলুর রহমান গঠণতন্ত্র পাঠ করেন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। নতুন গঠনতন্ত্র অনুযায়ী আজীবন সদস্যদের চাঁদা ১০ হাজার টাকা।

Leave a comment