স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উত্তম মজুমদার (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীবাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ’র কাছে ভারতীয় নাগরিককে হস্তান্তর করে বিজিবি।
বিজিবি ৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গত ১০ জানুয়ারি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গেদে গ্রামের শিবচাঁদ মজুমদারের ছেলে উত্তম মজুমদার নিমতলা সীমান্তের ৭৪ মেন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নিমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। ৩ মাস ৮ দিন কারাভোগের পর গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান উত্তম।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়ন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান, ইমিগ্রেশন ইনচার্জ মাহাবুবুর রহমান এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেকটর দীপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ পার্থ শিং।