কোটচাঁদপুরে জামায়াত নেতা আবুল কালাম আটক : ক্রসফায়ারের গুঞ্জন

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশ জামায়াত নেতা ও ইউপি মেম্বার আবুল কালামকে তার বলাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে আটক করেছে। আবুল কালামকে আটক করে প্রথমে উপজেলার গুড়পাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে এলাকার নারী-পুরুষ ক্যাম্পের আশপাশে ভিড় করলে আবুল কালামকে একটি শাদা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো গ- ১১-২২৩১) তুলে অন্যত্র নিয়ে যায়। এ সময় উপস্থিত জনতাকে সরাতে পুলিশ মৃদু লাঠি চার্জ করে। জামায়াত নেতা আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম জানান, কোটচাঁদপুর থানার এসআই মিজানের নেতৃত্বে পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে বালাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তার স্বামী আবুল কালামকে আটক করে নিয়ে যায়। তিনি আরো জানান, পরে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তার স্বামীর  আটকের বিষয়টি পুলিশ আস্বীকার করে। এতে সন্দেহের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে যোগাযোগ করেও তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ আবুল কালামকে আটক করেনি।

তবে আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম জানান, যেহেতু তার স্বামীর অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না, এতেই প্রমাণ হয় তাকে ক্রসফায়ারের নামে নাটক সাজানো হবে। এদিকে গতরাতে দৈনিক মাথাভাঙ্গায় ফোন করে কেউ কেউ জানায়, গতরাতেই আবুল কালামকে ক্রসফায়ার দেয়া হয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (কোর্টচাঁদপুর সার্কেল) জাহিদুল ইসলাম জানান, এ ধরনের কাউকে ক্রসফায়ার দেয়া হয়নি।

Leave a comment