ঈশ্বরদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই : পুলিশসহ আহত ৬

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আসামি পক্ষের লোকজন। এ সময় তাদের বাধা দিতে গেলে আসামি পক্ষের লোকজনের মারপিটে দু পুলিশসহ ৬জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জোতগাজী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ নামের এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে উপজেলার কালিকাপুর গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানকে হত্যা করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামি জোতগাজী গ্রামের আকাত মালিথা বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আকাত মালিথাকে গ্রেফতার করে। জোতগাছি গ্রামের বাসিন্দা রাসেল হোসেন অভিযোগ করে বলেন, ওই সময় পুলিশের সামনেই মামলার বাদীপক্ষের লোকেরা আসামি আকাতকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আসামি আকাত মালিথার পক্ষের লোকজন একত্রিত হয়ে পুলিশ ও বাদীপক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে আসামি আকাতকে ছিনিয়ে নেয় ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে এসে দু রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিপক্ষের হামলায় ঈশ্বরদী থানার এসআই সাহাজ উদ্দিন, কনস্টেবল মিজান, মামলার বাদী আনসারুল ইসলাম, জুয়েল, সজিব, আকাত, পলাশসহ ৬ জন আহত হন। আহতদের মধ্যে জুয়েল ও সজিবকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার সাহাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, আসামিকে গ্রেফতার করার পর পুলিশের উপস্থিতিতে আসামি ও বাদীপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার সুযোগে আসামি আকাত পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, আসামি ছিনিয়ে নেয়ার তথ্য সঠিক নয়। একটি হত্যামামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি আকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে পলাশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment