ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের বৈডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে বোশেখি মেলার মাঠ এখন স্থানীয়দের দখলে। মেলা বসছে এখন রাস্তার ওপরে। নদী দখল করে তার মধ্যে কেউ তৈরি করেছে পুকুর আবার যতোটুকু ফাঁকা জায়গা ছিলো সেটুকু কেটে কেউ লাগিয়েছে ধান। সবমিলে মেলা বসার মতো তেমন কোনো জায়গা নেই বললেই চলে। বৈডাঙ্গার ঐতিহ্যবাহী বোশেখি মেলা দীর্ঘকাল নবগঙ্গা নদীর পাড় ঘেষে বসে আসছে। নদীর ওপরে ছিলো সরকারি খাস জমি। সেই খাস জমিও স্থানীয়রা দখল করে ইচ্ছে মতো বসতবাড়ি গড়ে তুলেছে। জায়গার অভাবে এখানে প্রতি বছরই মেলার সময় নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত হয়ে থাকে। সংঘাতের ভয়ে মেলা কমিটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ২ হাজার ৫শ টাকায় মেলার মাঠ বিক্রি করে দিয়েছে বলে জানা গেছে। আরও জানা যায়, মেলাকে ঘিরে জুয়াড়িরা বসায় রমরমা ব্যবসা। সেই সুযোগে পুলিশ কামিয়ে নেয় হাজার হাজার টাকা। গত বছর মেলায় সংঘাতের সময় গরম তেলে ঝলসে গিয়েছিলো এক কিশোরীর শরীর।
জানা গেছে, সন্ধ্যায় বোশেখি মেলার মাঠে জুয়ার আসরকে কেন্দ্র করে পুলিশ ও জুয়াড়িদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় পুলিশ জুয়াড়িদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করলে মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন মেলার সাধারণ দর্শকরা এলোমেলো দৌঁড়াদোঁড়ি শুরু করলে গিলাপোল গ্রামের জুলহাস মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী স্বর্ণালী (১১) জিলাপি ভাজা কড়াইয়ের মধ্যে পড়ে গেলে তার দু হাত ও পিঠ গরম তেলে ঝলসে যায়। তাছাড়া প্রতি বছরই এমন কোনো না কোনো ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি এ মেলার মাঠকে আতঙ্ক ও জুয়ামুক্ত রাখতে বাজারের পাশে বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসানো হয়।