মুজিবনগর দিবসে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতার শপথ!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মুজিবনগরের পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান মাওলানা অব্দুল কাদেরের খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিলের কাছে শপথ গ্রহণ করার কথা রয়েছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক ১৭ এপ্রিলের এদিনে তথা মেহেরপুরের মুজিবনগর দিবসে জামায়াতে ইসলামী নেতার উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের বিষয়টি জানাজানি হলে অনেকেই বিরুপ সমালোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম আজাদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে মাওলানা অব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ছালমা জাহান পারুল নির্বাচিত হন। গত ৯ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত একপত্রে ১৭ এপ্রিল বিভাগীয় কার্যালয়ে নির্বাচিতদের শপথের জন্য বেলা ১১টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু জানান, মুজিবনগর দিবস জাতীর জন্য অহঙ্কার। এদিনে শপথ গ্রহণের দিন ধার্য করা দুঃখজনক। রাষ্ট্রের প্রটোকলে নিয়োজিত কর্মকর্তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দিবসই তাদের স্মরণে থাকে না। এদিনে শপথ গ্রহণের দিন ধার্য করায় নিন্দা প্রকাশ করেন তিনি।

Leave a comment