ভালাইপুর ও রামনগর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন হোটেল ও বেকারি মালিককে অর্থদণ্ড

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার  ভালাইপুর ও রামনগর মোড়ে বেকারি ও খাবারের হোটেলে অস্বাস্থকর খাবার ও নোংড়া পরিবেশ থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার  চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্লার দান হোটেলের সত্ত্বাধিকারী সহিদুল ইসলামের ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলের সত্ত্বাধিকারী সামসুল হকের ২ টাজার টাকা, শান্তি হোটেলের সত্ত্বাধিকারী সোহেল রানা শান্তির ১ হাজার টাকা জরিমানা করেন। একই সময় রাজন স্টোরে সেক্সের সিরাপ পাওয়ায় তাৎক্ষণিক ৩ কাটুন সিরাপ বাসের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয় ও রাজন স্টোরের সত্ত্বাধিকারী সুজন আলীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনাদায়ে আরো জেল জরিমানা করা হয়েছে। ভালাইপুর মোড়ে জরিমানা আদায় শেষে রামনগর মোড়ে সজীব হোসেনের বিস্কুট বেকারিতে নোংড়া খোলা পরিবেশে বিস্কুট তৈরি ও পরিবেশনের দায়ে জরিমানা করা হয়েছে ও প্রচুর পরিমাণে বিস্কুট জব্দ করা হয়েছে বলে জানা গেছে।