দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কেরুজ এমডি আজিজুর রহমানের মতবিনিময়

 

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ আজিজুর রহমানের প্রেসক্লাবের উপদেষ্টা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। কেরুজ চিনিকলের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান সম্প্রতি প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজ করেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি আকস্মিক দর্শনা প্রেসক্লাবে আসেন। পরিদর্শন করেন উন্নয়নমূলক কার্যক্রম। পরে ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন- হাজি আকমত আলী, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আব্দুল মমিন, হাজি খালেকুজ্জামান, অ্যাড. সুজাউদ্দিন। সাংবাদিকদের মধ্যে ছিলেন ক্লাবের আহ্বায়ক হারুন রাজু, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, আজিমুদ্দিন আহম্মেদ, সাবেক সভাপতি আওয়াল হোসেন, মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক হানিফ মণ্ডল, ইয়াছির আরাফাত মিলন, চঞ্চল মেহমুদ, এসএম ওসমান, নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, আহসান হাবীব মামুন, তারিক জামান, সাব্বির আলীম, মনজুরুল আহম্মেদ, রাজিব মল্লিক, জিল্লুর রহমান মধু, মেহেদী হাসান প্রমুখ। মতবিনিময়কালে কৃষিবীদ আজিজুর রহমান প্রেসক্লাবের উন্নয়নমূলক সকল কার্যক্রমে অংশ নেয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে আজিজুর রহমানের সাথে ছিলেন মিলের মহাব্যবস্থাপক (প্রসাশন) আব্দুল কাইয়ুম, বিল্ডিং ইঞ্জিনিয়ার গোলাম রব্বানি, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, সহকারি বিল্ডিং ইঞ্জিনিয়ার রতন বাবু প্রমুখ।

Leave a comment