তিন সন্তানের জনক ও দু সন্তানের জননীকে ধরে পুলিশে সোপর্দ

 

স্টাফ রিপোর্টার: তিন সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন ও দু সন্তানের জননী নার্গিস আক্তারকে জীবননগর শাখারিয়ার জনগণ ধরে পুলিশে দিয়েছে। জাহাঙ্গীর ও নার্গিস বিয়ে করে তারা নিজেদের মতো সুখি হওয়ার চেষ্টা করছে বলে জানালেও পুলিশ তা বিশ্বাস করেনি। গতকাল বুধবার দুজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে সোপর্দ করার আগেই নার্গিস গুরুতর অসুস্ত হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। পরে অবশ্য আদালতের আদেশে দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জাহাঙ্গার ঝিনাইদহের গান্না বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তার প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। ইঞ্জিনচালিত গ্রামবাংলার যান চালাতে কালীগঞ্জ খয়েরতলার নার্গিসের সাথে তার পরিচয় হয়। তারও রয়েছে দু সন্তান। প্রেমসম্পর্কের একপর্যায়ে এরা দুজন জীবনগরের শাখারিয়াস্থ এক বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়রা অসামাজিক কাজের অভিযোগ তুলে পুলিশে দেয়। পুলিশ ধরে গতকাল আদালতে সোপর্দ করে।

Leave a comment