চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু-ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে ডাক পেয়েছে

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে যোগ্যতা অর্জন করেছে। গত মঙ্গলবার বিভাগীয় সিলেক্টর কমিটির এক পত্র একাডেমির দু ক্রিকেটার শামীম পারভেজ ও আব্দুল্লাহ আল-মমিন সজলের নিকট পৌঁছায়। ওই দিন (মঙ্গলবার) রাতেই তারা খুলনার উদ্দেশে রওনা হয়। উল্লেখ্য অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার-২০১৪ সালে খুলনা বিভাগের ‘এ’ গ্রুপের খেলা নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ ৪র্থ ম্যাচে শামীম পারভেজ ৮০ রানের বিনিময়ে সংগ্রহ করেছিলো ১১টি উইকেট। যার মধ্যে ১ম ম্যাচে ২৫ রানে ৫ উইকেট, ২য় ম্যাচে ১০ রানে ২ উইকেট, ৩য় ম্যচে ১৫ রানে ২ উইকেট ও ৪র্থ ম্যাচে ২৩ রানে ২ উইকেট লাভ করে। সজল ব্যাট হাতে  (১ম ম্যাচে ৩০ রান, ২য় ম্যাচে ১০ রান, ৩য় ম্যাচে ৫০ রান ও ৪র্থ ম্যাচে ২৩ রান) ১১৩ রান সংগ্রহ করে। ক্রিকেটারদের আশা জাগানো এ সাফল্যে দু ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি জাতীয় ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ একাডেমির পরিচালক ইসলাম রকিব, ব্যাটিং কোচ সাইফ রাসেল, ফিল্ডিং কোচ রাজু আহম্মেদ ও বোলিং কোচ ইমরান হোসাইন। এছাড়াও সুমন, আশিক ও সুমিত চুয়াডাঙ্গা থেকে ডাক পেয়েছে।