ফেনসিডিল পাচারের অপরাধে সিংনগরের পিরুর জেল জরিমানা

 

ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার পথে বিজিবির হাতে আটক : মামলার রায়

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচারের অপরাধে জীবনরনগর সিংনগরের পির মোহাম্মদ পিরুর ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ’র বিচারক ইয়ারব হোসেন গতকাল আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মামলার অপর ৭ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগরের সিংনগরের আজিজুজ হকের ছেলে পির মোহাম্মদ পিরু ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি দর্শনার ইশ্চরচন্দ্রপুরে নীমতলা সীমান্ত ফাঁড়ির টহল দলের হাতে ধরাপড়ে। তার নকট থেকে উদ্ধার করা হয় ৭১ বোতল ফেনসিডিল। তাকে মামলাসহ পুলিশে হস্তান্তর করে নীমতলা বিজিবির তৎকালীন সুবেদার আবু হানিফ। পুলিশ মামলার তদন্ত শেষে পির মোহাম্মদ পিরু, একই গ্রামের মোমিন, জাকির ও সামাদ, চুয়াডাঙ্গা জেলা সদরের রাঙ্গিয়ারপোতার লিটন, মফিজ, দর্শনা হল্ট চাঁদপুরের রবিউল মোল্লা রবিন এবং দর্শনা চাঁদপুর স্কুলপাড়ার কাজাল ওরফে খুন্নের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৪’এ বিচার শুরু হয়। স্বাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে বিজ্ঞ বিচারক মামলার ৮ আসামির মধ্যে পিরুকে ১৯৭৪ সালের বি(১) বি ধারায় দোষী সাব্যস্ত করেন। তাকে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। বাকি ৭ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তারা অব্যাহতি পেয়েছেন।

 

Leave a comment