দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের পত্রিকার হকার কুদরত আলী (২৯) মাদকব্যবসায়ীর হামলায় আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। দৌলতপুরের পত্রিকা সরবরাহকারী হকার কুদরত আলী ও তার পরিবার জানায়, গত সোমবার সকালে তার বাড়ি সংলগ্ন রেফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের হেরোইন, গাঁজা ও ফেনসিডিল ব্যবসায়ী ইলিয়াস আলী ও তার ছেলে লিটন এলাকায় মাদকেরব্যবসা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে, এ বিষয়ে হকার কুদরত আলী প্রতিবাদ করলে তার সাথে কথা কাটাকাটি শুরু হয়, এক পর্যায়ে মাদকব্যবসায়ী ইলিয়াস ও তার ছেলে লিটন ধারালো ছোরা ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে আহত করে। এ সময় কুদরত আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়, এলাকার লোকজন আহতকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।