জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মিনাজপুর মাঠপাড়ায় পূর্বশক্রতার জের ধরে এক যুবককে হেঁসো দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আহত শহিদুল ইসলাম মাসুমকে (২৩) মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাসুমের বড় ভাই জহিরুল ইসলাম ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবসী সূত্রে জানা যায়, মিনাজপুর মাঠপাড়া গ্রামের মৃত শের আলীর ছেলে মাসুমের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে পূর্বশক্রতা রয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মাসুম বোশেখি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের হাজি আকরাম আলীর ছেলে আব্দুর রাজ্জাক, মসলেম আলী, আব্দুর রাজ্জাকের ছেলে পিয়াস, ভাগ্নে মজিবর রহমান, বিল্লাল হোসেন ও সোহাগ তার ওপর হেঁসো ও রড নিয়ে হামলা করে। এ সময় তারা মাসুমকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় সে জ্ঞান হারালে হামলাকারীরা মাসুমকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার করেন।