শীঘ্রই আরো চারটি পাম্প এবং নয় কোটি টাকা ব্যয়ে আয়রণ ও আর্সেনিক শোধনাগার নির্মাণ হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩৭ জেলা শহর প্রকল্পের আওতায় স্থানীয় আন্তঃজেলা বাস টার্মিনালে ৪২ লাখ টাকা ব্যয়ে পানির পাম্প ডিলিং কাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার গতকাল মঙ্গলবার দুপুরে এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল ও চুয়াডাঙ্গা পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনকালে প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘শীঘ্রই ৯ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গায় আর্সেনিক ও আয়রন শোধনাগার স্থাপিত হবে। সংশ্লিষ্ট বিভাগ এজন্য পৌর পশুহাটের পাশে সাইড সিলেকশন করেছে। তবে, আমার ইচ্ছে ছিলো পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জমিতে সেটি স্থাপিত হলে তা মধ্যশহরে অবস্থিত হতো এবং সব এলাকার মানুষ সমান সুবিধা পেতো। এছাড়া, পৌরসভার চারটি স্থানে আরো চারটি পাম্প স্থাপন করা হবে।’
উদ্বোধনের সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী নজিবর রহমান, পৌরসভার পানি বিভাগের এএইচএম সাহীদুর রশীদ, হাইড্রোলিক ডিগ মেশিনের সত্বাধিকারী মোজাহের উল্লাহ টিংকু ও আব্দুল জামিল এবং কাজের ঠিকাদার আলী রেজা সজল ও ওয়ায়েচ কুরণী টিটোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, এখানে একটি পানির পাম্প ছিলো যেটি ১৮ মাস ধরে অচল ছিলো। অবশেষে ৩৭ শহর প্রকল্পের আওতায় ৫০০ ফুট গভীর এ নলকূপ স্থাপনের পর পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের লোকজন আরো বেশি পানির সুবিধা পাবে।