গণজাগরণ মঞ্চের কর্মীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটর এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মী মো. শিশিরকে (৩৮)  ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শিশির মঞ্চের কামাল পাশা গ্রুপের কর্মী।

সংশ্লিষ্টরা জানান, বসুন্ধরা সিটি থেকে আসার পথে অর্ণবের সাথে কামাল শিশিরের দেখা হয়। সে ইমরান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গ্রুপের লোক বলে দাবি করেন মেজবা। তখন তারা শাহবাগে যাওয়ার উদ্দেশে বাংলামোটর সিঙ্গার শোরুমের সামনে আসা মাত্র একটি মাইক্রোবাস থেকে ৫-৭ জন দুর্বৃত্ত নেমে তাকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি শুরু করলে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শিশিরকে কুপিয়ে আহত করে। মেজবা জানান, ওই দুর্বৃত্তরা নিজেদের গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের লোক বলে জানিয়েছে। ইমরান এইচ সরকারের পক্ষের কর্মীরা শিশিরের ওপর হামলা চালিয়েছে বলে কামাল পাশা অভিযোগ করেছেন। তবে ইমরান এ অভিযোগ অস্বীকার করেছেন।

মঞ্চের একাংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী সাংবাদিকদের বলেন, তাদের কর্মী শিশিরকে ফোনে ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দেয়া হয়েছে। আমার মনে হচ্ছে, ইমরান এইচ সরকারের পক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ অংশের আরেক নেতা এফএম শাহীন বলেন, আজ (গতকাল) বেলা আড়াইটার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সামনে শিশিরের ওপর ১০-১২ জন হামলা চালায়। হামলায় চাপাতির কোপে শিশিরের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত  হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে ইমরান এইচ সরকারের পক্ষের কর্মী নভেন্দু সাহা জয়কে শিশির চিনতে পেরেছেন বলে দাবি করেন শাহীন।

সন্ধ্যা ছয়টার দিকে শাহীন জানান, তারা মামলা করবেন। তবে তখন পর্যন্ত এ ঘটনায় তারা কোন  মামলা করেনি। তবে নভেন্দু সাহা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে। হিন্দু ধর্মাবলম্বী হিসেবে পঞ্জিকা অনুযায়ী তারা পয়লা বৈশাখ উদযাপন করছেন। এ বিষয়ে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলন অহিংস। এ ধরনের ঘটনার কোনো সুযোগ নেই। গণজাগরণ মঞ্চের কর্মসূচির সাথে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। এখানে গণজাগরণ মঞ্চকে জড়ানো অনাকাঙিক্ষত। হামলাকারী হিসেবে যে নভেন্দু সাহার কথা বলা হচ্ছে, তিনি ঢাকাতেই নেই। ৩ এপ্রিল গণজাগরণ মঞ্চের বিবদমান এ দু পক্ষের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সে সময় নভেন্দু সাহাসহ ৬ জন আহত হয়েছিলেন। ১২ এপ্রিল ইমরান বিরোধীদের পক্ষে সংবাদ সম্মেলন করে ইমরানকে মুখপাত্র থেকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেন এই অংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী।

Leave a comment