মেহেরপুর ও গাংনীর তিনটি স্থানে অগ্নিকান্ড

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা সদরের বামনপাড়া, গাংনী উপজেলার কচুইখালী ও খড়মপুর গ্রামে গতকাল রোববার পৃথক সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর একটার দিকে বামনপাড়ার খোকন শেখের গোয়াল ঘরে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। এতে তিনি হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এদিকে আজ বিকালে গাংনী উপজেলার কচুইখালী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে হেলাল উদ্দীনের বসতঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির লোকজন আগুন নেভালেও জিনিসপত্র পুড়ে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

সন্ধ্যায় গাংনী উপজেলার খড়মপুর গ্রামের শাফফিন মোল্লার খড়ের গাদার আগুন থেকে রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ে। মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এতে ওই বাড়ির ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা। শিশুরা খেলার সময় খড়ের গাদায় আগুন দেয় বলে জানান ক্ষতিগ্রস্থ বাড়ির লোকজন।

Leave a comment