গাংনী প্রতিনিধি: আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস উদ্দীন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহম্মেদ, কলেজ ছাত্রলীগ সম্পাদক উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা শিপুসহ নেতৃবৃন্দ।