মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাদের গণসংযোগ

 

মুজিবনগর প্রতিনিধি: আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস, বল্লভপুর, বাগোয়ান, রতনপুর, কেদারগঞ্জ বাজার ও মুজিবনগর কমপ্লেক্সে গণসংযোগ করা হয়। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আ্যড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আ.লীগের সহসভাপতি আসকার আলী, আব্দুল মোমিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সম্পাদক রফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগকালে এমপি ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর নাম অনুসারে এ মুজিবনগর। এই সে মজিবনগর যা ১৯৭১ সালে সরকার গঠন করা হয়েছিলো। এটা ইতিহাসের গৌরব উজ্জ্বল দিন, আমাদের অহংকার, যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই মুজিবনগরের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যেই মুজিবনগর দিবসের সকল অনুষ্ঠান সফল করতে তিনি এলাবাসীর প্রতি আহ্বান জানান।

Leave a comment