ডাউকী প্রতিনিধি: আলমডাঙ্গার ডাউকি গ্রামের আতিয়ার রহমান না ফেরার দেশে চলে গেছেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকী গ্রামের আলহাজ মজিবর রহমানের ছেলে। কিডনি রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন। পরিবারের সদস্য জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আল মার্কাজুল ইসলামিক কিডনী ফাউন্ডেশনে ভর্তি করা হয়। গত শনিবার বিকেল ৫টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে আতিয়ার রহমানের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।