মাথাভাঙ্গা মনিটর: নিজ মাঠে বিধ্বস্ত হলো বায়ার্ন মিউনিখ। গত শনিবার বুন্দেসলীগায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের কাছে গুনে গুনে ৩ গোল খেল মিউনিখ জায়ান্টরা। আর ম্যাচ শেষে ৩-০ গোলের হারের সাথে বায়ার্নের ছবিটা আরও মলিন হয় ব্রাজিল তারকা রাফিনহার লাল কার্ডে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এদিন বায়ার্নের খেলা দেখা গেছে ভুলে ভরা। ম্যাচের ২০ মিনিটে সফরকারী ডর্টমুন্ডের প্রথম গোলটি পান প্লে মেকার মিখিটারিয়ান। ৪৯ মিনিটে বায়ার্ন তারকা ফ্রাঙ্ক রিবেরির ভুল পাসে ব্যবধান দ্বিগুন করেন দারুণ ফর্মের ডর্টমুন্ড ফরোয়ার্ড মার্কো রয়স। ৫৬ মিনিটে বায়ার্ন কোচ গার্দিওলার হতাশা বাড়িয়ে ডর্টমুন্ডের তৃতীয় গোল আদায় করেন হফম্যান। এবারের বুন্দেসলীগায় শিরোপার প্রশ্নে বিশেষ গুরুত্ব ছিলো না সর্বশেষ ক্লাসিকোয়। বায়ার্ন মিউনিখের এবারের শিরোপা নিশ্চিত হয়েছে ৭ ম্যাচ হাতে রেখেই।