চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর ও দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের দল ও দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল দু মাদককারবারীকে আটক করেছে। উদ্ধার করেছে ফেনসিডিল ও গাঁজা। গতপরশু শনিবার রাত দুটোর দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক ওরফে আইজ্জুলের বাড়িতে।
পুলিশ বলেছে, আইজ্জুলের ঘর তল্লাশি চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় কৌশলে আইজ্জুলসহ ৫ জন চিহ্নিত মাদককারবারী পালিয়ে যায়। এ ঘটনায় এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে আইজ্জুলসহ শান্তিপাড়ার ৫ অভিযুক্ত মাদককারবারীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারের স্বার্থে পুলিশ আরও ৪ আসামির নাম পরিচয় গোপন রাখছে। এছাড়া গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানমের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালায় চুযাডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর হাটখোলাপাড়ার কাছেদ আলীর ছেলে আখতারুল ইসলামের বাড়িতে। লাকীয়া খানম জানান, আখতারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখার অপরাধে আটক করা হয় আখতারকে। এরপর অভিযান চালানো হয় দর্শনা পৌর শহরের হল্টস্টেশন টাউয়ারপাড়ার সুলতান কানার বাড়িতে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। ফেনসিডিল রাখার অপরাধে আটক করা হয় সুলতান কানার স্ত্রী নাছিমা ওরফে নাছিকে। আটককৃত নাছিমার পরিবারের পক্ষ থেকে বলেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল কোনো কারণ ছাড়াই নাছিমাকে আটক করেছে। এছাড়া নাছিমার বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধারের অভিযোগ অস্বীকার করেছে তারা। পৃথক দুটি ঘটনায় লাকীয়া খানম বাদী হয়ে দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর থানায় আলাদা আলাদাভাবে মামলা দায়ের করেছেন।