দামুড়হুদা থানার সামনে পিচরোড ঘেষে চায়ের দোকান : দুর্ঘটনার আশঙ্কা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানার সামনে পিচরোড ঘেষে গড়ে তোলা হয়েছে হাকিম টি স্টল অ্যান্ড ফুডপার্ক নামের চায়ের দোকান। দোকানটি পিচরোড ঘেষে হওয়ায় প্রতিদিন ঘটছে ছোটখাট দুর্ঘটনা। দোকানটি একটু পিছিয়ে নিতে ভুক্তভোগী পথচারীরা ওই দোকানিকে বার বার বললেও তিনি তাতে কোনো কর্ণপাত করছেন না। ভাবটা এমন জোর যার, মুল্লুক তার। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার ওসির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী পথচারীরা।

Leave a comment