চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

মিথ্যা মামলায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জানিফ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান আহাম্মেদ বিপ্লবকে হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করেন। নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্ত করে শহরের প্রাণকেন্দ্রে চৌরাস্তার মোড় থেকে শহরের পৌরসভার মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ‘জেলের তালা ভাঙবো, ছাত্রলীগের সকল নেতাকর্মীকে আনবো’ মুহুর্মুহু স্লোগান দেন। মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা অবৈধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে কারাবন্দি ছাত্রলীগ নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আলী আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ হোসেন দুদু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, জেলা যুবলীগের সদস্য মিলন, বিপ্লব, রাজ্জাক, শিমু, জনি, সাবেক ছাত্রলীগের দফতর সম্পাদক মতিয়ার রহামন মতি, সাবেক সহসভাপতি অ্যাড. ফিরোজ আহাম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ হোসেন, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান কালু, জেলা ছাত্রলীগের সদস্য বুলবুল, ডেভিড, ভূলন, মাসুম, সহসভাপতি জজ, পৌর ছাত্রলীগ নেতা মন্টা, রানা, অনিক, ইমরান, আল আমিন, রিস্তাক, ফয়সাল, সুমন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক বিপ্লব, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. জ্যাকি, অর্থ বিষয়ক সম্পাদক সামাদ, এজাজ, কানন, থানা ছাত্রলীগ নেতা ইমরান, রাকিব, হেলাল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহাম্মদ।