ক্রিকেট জুয়ারী অতনু দত্ত ফের গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্ত ফের গ্রেফতার হলেন। গতকাল রোববার সকালে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় প্রথমবার গ্রেফতার হন অতনু। তার সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের  (আকসু) আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের কথোপকথনের তথ্য পাওয়ার দাবি করেছে ৱ্যাব। এর আগে ৩ এপ্রিল বেনাপোল থেকে গ্রেফতার হন অতনু দত্ত। সে সময় আকসুর প্রধান যোগীন্দ্র পল সিং তাকে ছেড়ে দেয়ার জন্য তদ্বির করেন। তিনি ৱ্যাবকে জানান, অতনু ম্যাচ ফিক্সিং বিষয়ে তাঁর একজন তথ্যদাতা। তখন ৱ্যাব অতুলকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিলো। পুলিশ জানায়, ব্যবসায়ী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন অতুল। নিজেকে ক্রিকেট ফ্যান পরিচয় দিয়ে মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে ওঠেন।
পুলিশ জানায়, অতনু দত্তের পাসপোর্টে দেখা যায়, ১৫ মার্চ তিনি বাংলাদেশে আসেন। ৩১ মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়। কিন্তু এর পরও তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন। মিরপুর থানার অপারেশন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ৱ্যাব-৪-এর এসআই আবুল হাসনাত ৬ এপ্রিল বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারায় অতনু দত্তের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। ওই দিনই তাকে আদালতে পাঠানো হয়। তবে ওই দিনই অতনুকে জামিন দেন মহানগর হাকিম। ভিসার মেয়াদ শেষ হবার পরও অতনু ঢাকা ত্যাগ না করায় গতকাল রোববার তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a comment