আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ক্রীড়া একাদশের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার আমঝুপি বাজারে অবস্থিত ক্রীড়া একাদশের নিজেস্ব কার্যালয়ে সন্ধ্যা ৭টার সময় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন (অব.) মো. গনি-উল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আসাদুজ্জামান লিটন, প্রভাষক জাহির হোসেন, সোহেল রানা সবুজ, সাগর, নজরুল ইসলাম । আলোচনাসভায় বাংলার নববর্ষ পহেলা বৈশাখকে বরণ করতে বৈশাখ উদ্যাপন কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাপ্টেন (অব.) গনি-উল আজমকে সভাপতি ও আসাদুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পহেলা বৈশাখে ক্রীড়া একাদশের পক্ষ থেকে দিনব্যাপি আমঝুপি নীলকুঠি চত্বরে বৈশাখ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমিটর অন্যান্য সদস্য হলেন সহসভাপতি সামছুল হুদা শিশির, জাহির হোসেন চঞ্চল, সহসাধারণ সম্পাদক সোহেল রানা সবুজ, নজরুল, নাজিম, মকবুল, মিল্টন, গাজ্জালি, বদরুল, আতিক, হাফিজ, সাংবাদিক জাহিদ, বাদল, সুমন, ছানাউল, রাজিব, সুজন, অঞ্জন, কাজীসোহাগ, মোস্তাক, মিলন, রাজিব, রেজা, সোহাগ, মিঠু, মফিজ, লিয়ন, মুন্না, মামুন, পাপ্পু, ইকবাল প্রমুখ।