সরকারের মেয়াদ নির্ভর করছে জনগণের ওপর

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার কতোদিন ক্ষমতায় থাকবে তা এখন দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।  গতকাল শনিবার  রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মজিনা বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এদেশের গণতন্ত্রের পাশে থাকবে। দেশের বর্তমান পরিস্থিতি ও দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ইতঃপূর্বে অনেক কথা বলেছি। এখন নতুন করে বলার কিছু নেই। মজিনা বলেন, যুক্তরাষ্ট্র বিচারবর্হিভূত হত্যাকান্ডকে সমর্থন করে না এবং এ বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকে।
র‌্যাবের প্রশিক্ষণ বন্ধ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে ইউএসআইডির মিশন প্রধান জেনিনা জারুলেক্সি এ সময় উপস্থিত ছিলেন।

Leave a comment