মুজিবনগর প্রতিনিধি: আসছে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া, সোনাপুর, মাঝপাড়া, নাজিরাকোনা, মানিকনগর ও দারিয়াপুর ইউনিয়নে গণসংযোগ করা হয়। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী, আব্দুস সামাদ বাবলু, আব্দুল মোমিন চৌধুরী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সম্পাদক রফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগকালে এমপি ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর নাম অনুসারে এ মুজিবনগর। বঙ্গবন্ধুর অনুমতিতেই মুজিবনগরে সরকার গঠন হয়েছিলো। আজ আমরা স্বাধীনতার সে স্বাদ গ্রহণ করছি তার অন্যতম দাবিবার মুজিবনগর সরকার। মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব দেশ বিদেশে তুলে ধরার লক্ষ্যেই মুজিবনগর দিবসের সকল অনুষ্ঠান সফল করতে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
মুজিবনগরের বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাদের গণসংযোগ
