মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মো. ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদিউজ্জামান, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা কৃষকলীগের সহসভাপতি ও এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, কলেজ প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র আজিজুর হক খান, মহেশপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহাজান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ.লীগের ভারপাপ্ত সভাপতি অমল কুন্ডু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর যুবলীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান জিয়া। এর আগে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন এমপি নবী নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদিউজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।