না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জাহিদ জীবনের মা : বেদনাবিধুর পরিবেশে দাফন সম্পন্ন

জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট সাংবাদিক জাহিদ জীবনের মা দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। গতকাল শনিবার রহিমা খাতুন অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে ফরিদপুর মোড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড বসুতিপাড়ার হল ম্যানেজার মফিজ উদ্দিনের স্ত্রী সাংবাদিক জাহিদ জীবনের মা রহিমা খাতুন বেশ কিছুদিন ধরে হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক পরিতোষ কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। গতকালই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে ফরিদপুর মোড়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই রাত ১০টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানে বেদনাবিধুর পরিবেশে দাফন করা হয়। সাংবাদিক জাহিদ জীবনের মায়ের মৃত্যুতে জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান, জীবননগর কেন্দ্রীয় ঈদগা কমিটির সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল ও সাধারণ সম্পাদক আ. সালাম ইশা, জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দৌলৎগঞ্জ বাজার কমিটির পক্ষে আহ্বায়ক সাংবাদিক এমআর বাবু ও যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিন ও সেক্রেটারি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি শরীফ উদ্দিন হাসু ও সাধারণ সম্পাদক শাহার আলী এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি বনওয়ারী লাল বাগলা ও সাধারণ সম্পাদক রিচার্ড রহমান শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Leave a comment