ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ ওঠায় ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সমী সিদ্দীক গতকাল শনিবার কমিটির প্রথম মিটিং বয়কট করেছেন। তিনি নেতা-কর্মীদের মুখে শোনার পর অধ্যক্ষ আয়ুব আলীর সাথে মিটিং না করে স্থানীয় নেতা-কর্মীদের সাথে দু ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বক্তারা জানান, অধ্যক্ষ আয়ুব আলী কলেজে যোগদানের পর থেকেই দুর্নীতির বাসা বেঁধেছেন। কলেজে ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। নতুন কমিটি নিয়ে টালবাহানা করছেন। এমপির ডিও লেটার অমান্য করে নিজের মতো করে কমিটি অনুমোদন করেছেন। শেখ মোজাম্মল হক বলেন, অধ্যক্ষের দুর্নীতির এতোই বেশি যে তার বিচার দরকার।

Leave a comment