স্টাফ রিপোর্টার: আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনি ও রোববার ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদল আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, আগামী শনিবার থেকে ধর্মঘট ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি। আমরা এর আগে ধর্মঘট পালনের জন্য হুমকি দিয়েছিলাম। প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়ও দিয়েছিলাম যাতে করে তারা আটক নেতাদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। তবে এ সময়ের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় আমরা ফের ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি। তিনি বলেন, ১২ ও ১৩ এপ্রিল ধর্মঘট পালিত হবে।