মেহেরপুর অফিস: ভরা মরসুমে পেঁয়াজ আমদানি (এলসি) বন্ধ ও পেঁয়াজের নায্যমূল্যে পাওয়ার দাবিতে ব্যতিক্রমধর্মী এক প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরের পেঁষাজচাষিরা। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বামনপাড়া নামক স্থানে সড়কের ওপরে পেঁয়াজ ফেলে তারা বিক্ষোভ করেন।
বামনপাড়া গ্রামের পেঁয়াজচাষি আহসান হাবীব জানান, তিনি চলতি মরসুমে ৩২ বিঘা জমিতে পেঁয়াজচাষ করেন। দাম কমে যাওয়ায় লাভের বদলে বিঘা প্রতি তার ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এরকম অভিযোগ বিক্ষোভে অংশ নেয়া সকল চাষিদের। চাষিরা আরো জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজচাষ করতে তাদের খরচ হয়েছে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। কিন্তু পেঁয়াজ বিক্রি করে মাত্র ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পাওয়া যাচ্ছে।
বামনপাড়ার আরেক চাষি আব্দুর রাজ্জাক জানান, তিনি ২৬ বিঘা জমিতে পেঁয়াজচাষ করেছেন। চাষ খরচের জন্য ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। এখন তিনি ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। ফলে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অন্যদিকে যারা জমি বর্গা কিংবা লিজ নিয়ে আবাদ করেছেন তাদের পথে বসার উপক্রম হয়েছে। কয়েক বছর ধরে পেঁয়াজে ভালো লাভ হওয়ায় চাষিরা পেঁয়াজ আবাদে ঝুঁকে পড়েন। কিন্তু গত বছর থেকে লোকসান শুরু হওয়ায় চাষিরা চরম বিপাকে পড়েছেন।