বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহে শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঝিনাইদহ অফিস: বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহে শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর প্রতিযোগিতার আয়োজন করে। শহরের পার্কপাড়ায় ফুলকুঁড়ি ভবনে এ প্রতিযোগিতায় পৌর এলাকার ১৫টি স্কুলের দু শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্র“পে বিজয়ী হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝিনাইদহের মডার্ণ ফার্মাসিউটিক্যাল্স’র প্রতিষ্ঠাতা আলহাজ খাইরুল বাশার, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যাপক শেখ মুহম্মদ আলী, ফুলকুঁড়ি আসরের শিক্ষক শফিক মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।